সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলপি :: আনিস খানকে নিয়ে বিরোধীদের কড়া প্রতিবাদকে শকুনের দল বলে কটাক্ষ করলেন সুন্দরবন জেলার সভাপতি তথা কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। এদিন আনিস খানকে নিয়ে ঘৃণ্য রাজনীতির প্রতিবাদে একটি সভা করেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার।
বেশ কিছুদিন ধরেই আনিস খানের রহস্য মৃত্যু কে কেন্দ্র করে একাধিক বিরোধী রাজনৈতিক দলের পদক্ষেপ দেখা গেছে আর এই দিন তারই প্রতিবাদে পথে নামলেন সুন্দরবন জেলার সভাপতি। এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কুলপি পঞ্চায়েত ব্লক সভাপতি সুপ্রিয় হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ-সভাপতি অন্যান্য বিশিষ্টরা |
এদিন একটি প্রতিবাদ মিছিল এর পাশাপাশি একটি প্রতিবাদ সভা করা হয় কুল্পিতে। পাশাপাশি বিধায়ক জানান যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হোক।