নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: ডোবারম্যান, জারমান শেফার্ড, ল্যাব সঙ্গে ভারতীয় কুকুর। সবই বদ্ধ ঘরে বন্দি। দরজা ভেঙে উদ্ধার ক্ষুধার্থ সারমেয়র দল। চাঞ্চল্যকর ঘটনাটি ব্যান্ডেল কৈলাসনগরের। ব্যান্ডেলের অভিজাত এলাকা কৈলাসনগর। সভ্য-শিক্ষিত মানুষের বসবাস। সেখানেই একটি দোতলা বাড়িতে সারমেয়দের নিয়ে ছিলো এক মহিলার বাস। স্থানীয় সূত্রে খবর বাড়ির মালিক অন্যত্র থাকেন।
সেই মালিকই জনৈক মহিলাকে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। ওই মহিলাই কুকুরের ব্যাবসা করতেন। কুকুর দেখভালের জন্য বেশ কয়েকজন ছেলেরও ওই বাড়িতে আনাগোনা ছিলো। দিনকয়েক আগে শেষবার ওই মহিলাকে এলাকাবাসীরা দেখতে পেয়েছিলেন বলে খবর।
মঙ্গলবার সকাল থেকেই দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় এলাকাবাসীদের। দুপুরে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয় পশুপ্রেমীরা। বিকেলে খবর যায় চুঁচুড়া থানায়।
পরে পুলিশ এসে দরজা ভাঙতেই একের পর এক দেশী বিদেশী সারমেয় বেরিয়ে আসে। প্রত্যেকটি কুকুরের চেহারায় ক্ষুধার ছাপ স্পষ্ট। দিন কয়েক ধরে ঘরের ভিতরে কুকুরগুলি মল-মূত্র ত্যাগ করছিলো। অনুমান করা হচ্ছে তা থেকেই দুর্গন্ধ ছড়িয়েছে। তবে বাড়ির মালিকের কোন খোঁজ মেলেনি।