কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: মালদায় দুটি পৌরসভার নির্বাচন হলো পুরাতন মালদা ও ইংরেজ বাজার পৌরসভা ।দুটি পৌরসভারই নির্বাচনের ফলের চূড়ান্ত ঘোষণা হয়ে গেছে ।পুরাতন মালদা পৌরসভার মোট কুড়ি টি ওয়ার্ডের মধ্যে ১৭ টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। দুটি আসনে জয়ী বিজেপি। একটি আসনে জয়ী নির্দল।পুরাতন মালদা পৌরসভা দখল করল তৃণমূল কংগ্রেস ।তারাই এবার বোর্ড গঠন করবে ।বিস্তারিত ফলাফল – পুরাতন মালদা পুরসভায় ৪,৫,৬,৭,৮,৯,১০ওয়ার্ডে জয়ী তৃণমূল। ২,৩ওয়ার্ডে জয়ী বিজেপি। ১নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী ।
ইংরেজবাজার পৌরসভার মোট ২৯ টি ওয়ার্ডের মধ্যে, ২৫ টি ওয়ার্ডের জয়ী তৃণমূল কংগ্রেস। একটি ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী, বাকি তিনটি ওয়ার্ডের জয়ী বিজেপি প্রার্থীরা । ইংরেজবাজার পুরসভার বিস্তৃত ফলাফল ২,৪,৫,৬,৭, ৮,৯,১০, ১১,১২,১৪,১৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল।১৩ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি।