অনুব্রতর গড়ে জেলে বসেই জিতলেন রামপুরহাটের বাম প্রার্থী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: অনুব্রত মণ্ডলের গড়ে সবুজ ঝড়ের মধ্যেও জেলে বসেই জয়ী সিপিএম প্রার্থী সঞ্জীব মল্লিক। বীরভূমের ৫ পৌরসভায় তৃণমূলের দখলে । দুবরাজপুর সিউড়ি, বোলপুর, সাঁইথিয়া পৌরসভার বিরোধীশূন্য। কিন্তু এরই মধ্যে রামপুরহাট পুরসভায় শুধুমাত্র একটি আসনে জয় পেল বামেরা । তাও আবার জেলে বসেই জয়ী হলেন রামপুরহাট ১৭ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী সঞ্জীব মল্লিক।জানা গিয়েছে উনি ১৫৩ টি ভোটে জয়লাভ করেছেন। প্রসঙ্গত, নির্বাচনের দিন রামপুরহাটের ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল সিপিএমের মধ্যে সংঘর্ষ বেধে যায় । মারধর,হাতাহাতি থেকে শুরু করে বুথ দখলের অভিযোগ তোলে বিরোধীরা। এমনকি সেখানে ইভিএম ভাংচুরের মতো ঘটনাও ঘটে ।

ইভিএম ভাঙার ঘটনায় খোদ সিপিএম প্রার্থী সঞ্জীব মল্লিক সহ দুই সিপিআইএম নেতাকে গ্রেফতার করে পুলিশ । সেইমতো তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়। কিন্তু এদিন ফল বেরোতেই দেখা যায় তিনি ১৫৩টি ভোটে জয়লাভ করেছেন। জেলে বসেই এদিন জয়ের স্বাদ নেন সিপিএম প্রার্থী। আর তার এইভাবে জয়ে উচ্ছ্বাসিত বাম কর্মী সমর্থকেরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =