নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: গণনা শেষ সাংবাদিক বৈঠক করলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি দিদির উদ্দেশ্যে বললেন বহরমপুর আপনার ঘর, এখানে বন্ধুত্বপূর্ণ ভাবে একটা নির্বাচন করান । এ ফলাফল স্বীকৃত হবে না আমি যদি আপনাকে এই শহরে ২৮ টি ওয়ার্ড এ না হারাতে পারি আমি অধীর চৌধুরী রাজনীতি করা ছেড়ে দেব |
বললেন অধীর রঞ্জন চৌধুরী। এই বাংলায় বারোটার পর আপনার নেতৃত্বে ভোট লুট হয়েছে সারা বাংলায় একসঙ্গে লুট শুরু হয়েছে।
আমি দিদিকে বলতে চাই দিদি আপনি এত কমজোর হয়ে যাচ্ছেন কেন আপনার ঘরের ভিতরে গৃহযুদ্ধ চলছে আপনার ঘর ভাঙছে আপনি আতঙ্কিত তাই আপনি কোন রিস্ক নিলেন না যদি এধার- ওধার হয়ে যায়। আপনার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে তাই চ্যালেঞ্জ জানালেন অধীর রঞ্জন চৌধুরী । বললেন আপনি একটা মক ভোট করান, যদি আমি বহরমপুর শহরের ২৮ টা ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডেও হেরে যাই তাহলে আমি বলছি রাজনীতি করা ছেড়ে দেব। যদি আপনার সাহস থাকে তো আপনি মক ভোট করান।