নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বারাণসীর ঘটনার প্রতিবাদে এদিন সকাল ১০টায় হাওড়ার শিবপুর ট্রামডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত এক প্রতিবাদ মহামিছিলের আয়োজন করা করে মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস। ওই মহামিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেতা তথা মন্ত্রী অরূপ রায়।
উপস্থিত ছিলেন ডাঃ সুজয় চক্রবর্তী, শ্যামল মিত্র, সুশোভন চট্টোপাধ্যায়, মৃণাল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই ঘটনা নিয়ে এদিন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন অরূপ রায়।
প্রসঙ্গত উল্লেখযোগ্য যে উত্তরপ্রদেশে যাওয়ার পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বুধবার বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি কর্মী সমর্থকেরা। অভিযোগ, বারাণসীতে গঙ্গার ঘাটে যাওয়ার পথে মমতাকে কালো পতাকাও দেখানো হয়। জয় শ্রীরাম স্লোগানও ওঠে।