সুদেষ্ণা মন্ডল, :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের অধীনে ক্যানিং ডেভিড সেশুন হাইস্কুলে দুয়ারে সরকার কর্মসূচি তে মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেণ ঘোড়ুই নিজেই সাধারণ মানুষ জনের ফর্ম পূরণ করে দিয়ে নজির গড়ে তুললেন।এদিন বিভিন্ন প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভান্ডার,স্বাস্থ্য সাথী প্রকল্পের পরিষেবার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন।এছাড়াও স্বনির্ভর গোষ্ঠী,খাদ্য সাথি,এস সি,এসটি সম্প্রদায়ের মানুষের বিভিন্ন প্রকল্পের পরিষেবার সাধারণ মানুষজনের ভালোই ভিড় জমে।মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেণ ঘোড়ুই বলেন মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের অধীনে দুয়ারে সরকার কর্মসূচি তে ২ টি ক্যাম্প হয়।
আজ শেষ ক্যাম্প।প্রায় এক হাজারের উপর মানুষজন বিভিন্ন প্রকল্পের কাগজপত্র জমা দেয়।তবে লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্য সাথী প্রকল্পের পরিষেবার বেশীর ভাগ মানুষজন কাগজপত্র জমা দেয়।
ক্যাম্পে যে সমস্ত মানুষজন আসছে তাদের সাহায্যার্থে নিজেই উদ্যোগ নিয়ে আমি বিভিন্ন প্রকল্পের ফর্ম পূরণ করে দিচ্ছি।রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে একের পর এক প্রকল্প এসেছে সাধারণ মানুষজনের জন্য।আর সেই সমস্ত প্রকল্পের পরিষেবা সাধারণ মানুষজন সঠিক ভাবে পায়,সেদিকেই নজর রাখা হয়েছে।