নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: সাধারণ মানুষ যাতে ঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা পায় তার জন্য জেলার বেসরকারি হাসপাতাল ও ল্যাবের প্রতিনিধিদের নিয়ে বৃহস্পতিবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ওয়েস্টবেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের তরফে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল।এদিন এসেই আলোচনাচক্র উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারপার্সন তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দোপাধ্যায়,ভাইস চেয়ারপার্সন বিনোদ কুমার, জেলাশাসক বিধান রায় সহ স্বাস্থ্য দপ্তরের কর্তাব্যক্তিরা । রোগীদের পরিষেবা দেওয়া নিয়ে দীর্ঘক্ষন এদিন বেসরকারি হাসপাতাল ও ল্যাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে কমিশনের কর্তাব্যক্তিরা