নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: এখনো অচলাবস্থা কাটলো না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। হোস্টেল খোলার দাবিতে লাগাতার তিনদিন ধরে চলছে পড়ুয়াদের আন্দোলন । কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ এখনো তাদের দাবি না মেনে নেওয়ায় এখনো অনড় আন্দোলনরত পড়ুয়ারা। কর্মসচিব সহ বিশ্বভারতীর আধিকারিকেরা ঘিরে চলছে বিক্ষোভ। এদিনও কর্মসচিব আশিশ আগারওয়ালকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। এমনকি হোস্টেল খুলে দেওয়া নিয়ে এই দিন তার পায়ে পড়তেও দেখা যায় ছাত্রীদের |করোনা আবহ কাটিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শুরু হতেই তিন দফা দাবিতে আন্দোলনে নামেন পড়ুয়ারা। তাদের দাবি, অবিলম্বে হোস্টেল খুলতে হবে। দশম ও দ্বাদশের পরীক্ষা পিছতে হবে, আর এবারের সমস্ত পরীক্ষা অনলাইনে নিতে হবে। আর সেইসব দাবিদাওয়া বিশ্বভারতী কর্তৃপক্ষ মেনে না নেওয়ায় আন্দোলন জোরালো হয়ে ওঠে।
যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ বিশ্বভারতী কর্তৃপক্ষ গ্রহণ করেননি বলে জানা গিয়েছে। বিশ্বভারতী সূত্রে আরও খবর বিশ্বভারতীর অচলাবস্থা নিয়ে কলকাতা হাইকোটে একটি মামলাও দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সেই মামলার পরিপ্রেক্ষিতে
বিচারপতি রাজাশেখর মান্থা তাঁর নির্দেশে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আন্দোলন মানুষের গণতান্ত্রিক অধিকার । এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না । তবে পড়ুয়াদের এই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয়। বিচারপতি এও জানিয়েছেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কোনও আধিকারিকের যাতায়াত অবরুদ্ধ করা যাবে না । পড়ুয়াদের যা দাবি রয়েছে তা ১০দিনের মধ্যে হলফনামার আকারে আদালতে জমা দিতে হবে ।