মুখ‍্যমন্ত্রীকে কালো পতাকা দেখানোর প্রতিবাদে পূর্ব বর্ধমানে তৃনমূলের রাস্তা অবরোধ করে বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: উত্তরপ্রদেশ এর বারানসীতে বিজেপির বিক্ষোভের মুখে পড়েন এ রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় । তাঁকে কালো পতাকা দেখানো হয় । দেওয়া হয় গো ব‍্যাক স্লোগান ও । জেড প্লাস ক‍্যাটাগরির নিরাপত্তায় থাকা মুখ‍্যমন্ত্রীর উপর কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

বিজেপির ভূমিকার নিন্দা জানিয়ে সরব তৃণমূল কংগ্ৰেস । রাজ‍্য ব‍্যাপী ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে বৃহস্পতিবার । বর্ধমান জেলার দক্ষিনের বিধায়ক খোকন দাসের নেতৃত্বে শহরের ৩৫টি ওয়ার্ডের তৃনমূল কংগ্রেসের কাউন্সিলরদের নিয়ে বর্ধমান শহরের প্রানকেন্দ্র কার্জনগেট চত্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।আধঘন্টা ধরে চলে এদিনের এই অবরোধ।

বিধায়ক খোকন দাস বলেন, গোটা রাজ্য জুড়ে আজ আমাদের ধিক্কার দিবস চলছে, আমরা আধঘন্টার জন্য রাস্তা অবরোধ করছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে বিজেপির পক্ষ থেকে কালো পতাকা দেখানো হয়েছে উত্তরপ্রদেশে, অথচ বিজেপির নেতা নেত্রীরা ভারতবর্ষের বাংলা এসে ঘুরে যাচ্ছে মিটিং মিছিল করছে তাদের অপমান করা হচ্ছে না। তাই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকের এই বিক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − three =