কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: শুক্রবার সকালে রাস্তায় কুড়িয়ে পাওয়া এক বস্তা লটারির টিকিট সে ফিরিয়ে দিলো পুলিশের হাতে। গাড়ী চালক উজ্জল মন্ডল, তার বাড়ি ইংরেজবাজার থানার যদুপুর গাবগাছি এলাকায়। তিনি জানিয়েছেন, ফল বোঝাই গাড়ি নিয়ে ইংরেজবাজার নিয়ন্ত্রিত বাজার থেকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকায় যাচ্ছিলেন। মাঝপথে গাজোল থানার আটমাইল এলাকায় রাস্তায় পড়ে থাকা এক বস্তা লটারির টিকিট কুড়িয়ে পান তিনি। এরপর মালদা শহরে ফিরে ইংরেজবাজার থানার পুলিশের হাতে সেই লটারির টিকিট তুলে দেন গাড়িচালক। প্রাথমিক অনুমান কয়েক লক্ষ টাকার টিকিট ছিল সেই বস্তায়। আগামী ২০ মার্চ খেলা ছিল এই টিকিটের।সততার নজির গড়লেন গাড়ী চালক। সমস্ত টিকিট তুলে দেন পুলিশের হাতে।