নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: সকালে দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা দইসাই তেলিপুকুর মধ্যস্থলে অটোর সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর জখম হন। পাশাপাশি অটোর চালক গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। অটোচালক সহ বেশ কয়েকজনকে উদ্ধার করে কলকাতার স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে মারিশদা থানার পুলিশ। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বেশ কয়েক জন পুলিশ কর্মী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত এক মহিলা পদ্মাবতী মহড়া (৪৭) । তার বাড়ি মারিশদা থানার পশ্চিম কামারদা গ্রামে। বাকি আহতদের বাড়ি মারিশদা থানা এলাকায়। মৃত আরও একজনের পরিচয় জানা যায়নি।