নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: ভোটের দিন ১৮ নম্বর ওয়ার্ডে হিংসার ঘটনা ঘটেছিল। সেই অভিযোগে ৪ নির্দল কর্মীকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ৷ বৃহস্পতিবার রাতে তাদের পূর্ব পাড়া এলাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে বনগাঁ থানার সামনে বিক্ষোভ অবস্থান শুরু করেছে পূর্ব পাড়া এলাকার মহিলা পুরুষেরা।তাদের বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসার জন্য এটা করা হচ্ছে। ভোটের দিন ভোট লুট করতে এসেছিল বহিরাগত দুষ্কৃতীরা। তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিহত করেছিল নির্দল সমর্থকরা।যুবকদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা৷ প্রসঙ্গত এবার ১৮ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী চিরঞ্জিত বিশ্বাস জয়লাভ করেছে৷