ইউক্রেনের ট্র্নপিল শহর থেনকে কয়েকদিন বাঙ্কারে কাটিয়ে বৃ ফিরল আলিপুরদুয়ারের গৌরব মাঝি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: আলিপুরদুয়ার জংশনের লেনিন কলোনির ছেলে গৌরব মাঝি অবশেষে ইউক্রেনের যুদ্ধ বিদ্ধস্ত ট্র্নপিল শহর থেকে কোনমতে প্রান্বান্চিয়ে বাড়ি ফিরেছে । স্বভাবতই এতে তার বাবা রেলের উচ্চপদস্থ কর্মী প্রদীপ মাঝি ও গৌরবের মা যারপরনাই খুশি । গতকাল রাতে বাড়িতে আসার পর তার সাথে দেখা করতে আসেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল।

গৌরবের বাবা প্রদীপ মাঝি ভারত ও পশ্চিমবঙ্গ সরকার এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।  গৌরব ইউক্রেনের ট্র্নপিল শহরে ছিল, সেখানে সে প্রাণ বাঁচাতে বাংকারে লুকিয়ে ছিল, এরপর গৌরব ও তার সঙ্গী সাথীদের ওখান থেকে রোমানিয়া নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাদের  দেশে পাঠানোর ব‍্যবস্থা করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − ten =