সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলি :: বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হলো মা ও দুই শিশু সন্তানের দেহ l আর এই ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কুলতলি থানা এলাকার ৪ নম্বর গরানকাটি গ্রামের নিমতলাতেl স্থানীয় বাসিন্দা পেশায় দর্জি আমিরুল সর্দার কাজের তাগিদে থাকেন হাওড়াতে l
আমিরুলের বাবা সাহেব আলী সর্দার থাকেন আন্দামানে l বাড়িতে থাকতে বলতে আমিরুলের স্ত্রী রিজিয়া সর্দার(২৬) ও ৫ বছরের শিশুপুত্র আরিয়ান সর্দার ও ৩ বছরের শিশুপুত্র রাইহান সর্দার l
ওই দম্পতির ৯ বছরের বড় মেয়ে তার দিদার সঙ্গে থাকে পাশের পিসির বাড়িতে l শনিবার সকালে যখন রিজিয়ার শ্বাশুড়ী বৌমাকে ডাকাডাকি করে তখন দেখা যায় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ l কিন্তু কোন সাড়া না মেলায় তাতে সন্দেহ বাড়ায় এরপর স্থানীয় প্রতিবেশীদের বিষয়টি জানাতেই প্রতিবেশীরা এসে বন্ধ ঘরের দরজা ভেঙেই দেখে যে ঘরের মধ্যে রিজিয়া ও তার দুই শিশুপুত্রর মৃতদেহ পড়ে রয়েছে l
ঘরের মধ্যে থেকে গন্ধ বের হতে থাকায় তাদের ধারণা যে সম্ভবত রিজিয়া কীটনাশক পান করে দুই শিশুপুত্র সহ নিজে আত্মহত্যা করেছে l এদিকে খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভিড় করে সেখানেlএরপর খবর পেয়ে কুলতলি থানার আইসি অর্ধেন্দুশেখর দে সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে |
ওই বাড়ির মধ্যে থেকে তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় lকী কারণে রিজিয়া তার দুই সন্তানকে মেরে নিজে আত্মঘাতী হল সে বিষয়ে সন্দীহান গ্রামবাসীরাlপুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছেl