নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: আনিশের হত্যাকাণ্ডের পর থেকে সারদাপল্লীর খাঁ পাড়াতে আজকে দুপুরে যান ভারতের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চোধুরী। তিনি আনিশের বাবা সালেম খান ও দাদা বশির খানের সঙ্গে কথা বলেন। তাদের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
শাসক দলের থেকে অনেক হুমকি ও ভীতি প্রদর্শনের কথাও সালেম খান জানান তাকে। পাশাপাশি আনিশের বাবা সালেম খান সিবিআই তদন্তের মাধ্যমে তার ছেলের হত্যা রহস্যের দাবি জানান অধীরকে।
পাশাপাশি তিনি পরিবারের লোকেদের সঙ্গে নিয়ে যেখান থেকে আনিশকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছিল সেখানেও যান। তারা ঘটনাটি বোঝার চেষ্টা করেন।অধীর বাবু আনিশের পরিবারের খোঁজ খবর নেন।
সালেম খানের শরীর সম্বন্ধেও জিজ্ঞাসা করেন। আনিশের পরিবারের পাশে এই লড়াইতে থাকার আশ্বাস দেন সালেম খানকে। পাশাপাশি খান পরিবারের যেকোনো প্রয়োজনে তারা সকলে তাদের পাশে থাকারও আশ্বাস দেন।