নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: রবিবার বহরমপুরের মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে বহরপুর শহর কংগ্রেস বিভিন্ন জায়গায় পদযাত্রা করলেন ।বহরমপুরের এদিনের এই পদযাত্রায় পা মেলান মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস, বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ দাস ।বিশিষ্ঠ কংগ্রেস নেতা হিরু হালদার সহ একাধিক কংগ্রেস নেতা কর্মী।প্রসঙ্গত ছাত্র নেতা আনিস খননের মৃত্যু রহস্য উৎঘাটন করে অবিলম্বে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সারারাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলা সদর বহরমপুর শহরে কংগ্রেসের এই পদযাত্রা।