নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত বাদলার কুলু পুকুর এলাকায় মৃত এক গৃহবধূ । মৃত ওই গৃহবধূর নাম লক্ষ্মী টুডু।বাদলার কুলুপুকুর এলাকার সঞ্জিত টুডুর সাথে গত সপ্তাহের শনিবারে বিয়ে হয়। এরপরই তিনি গতকাল শনিবার তিনি বাড়িতেই কেরোসিন খান ।
কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এদিন রবিবার সকালে তিনি মারা যান ।মৃতের স্বামী তিনি জানান তিনি স্ত্রী কথাবার্তা বলত না, কেন এমন ঘটনা ঘটল বুঝে উঠতে পারছি না। কালনা মহকুমা হসপিটালে মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার কথা।