নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাল বাজার :: মাল ব্লকের বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের সুন্দরী বস্তি সংলগ্ন রংডং রেল লাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যাক্তির।নাম মহাবীর পারিয়ার।মৃতের বয়স আনুমানিক ৫০ বছর।মালবাজার থেকে শিলিগুড়ীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই ব্যাক্তির মৃত্যু হয়।
খবর পেয়ে নিউ মাল থেকে জি আর,পি ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার,করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ী সদর হাসপাতালে পাঠায়।এই ব্যাপারে পুলিশী তদন্ত শুরু করেছে জলপাইগুড়ীর জি আর,পি ।