সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: রবিবার বিশাল কর্মী সমর্থকদের নিয়ে তিন দিনের কর্মী সম্মেলন শুরু হলো জয়নগর টাউন হলে। ২৫ তম জেলা সম্মেলনে শুরু হয় এদিন ঐতিহাসিক মিছিল সহকারে।বিভিন্ন মিছিলে নেতৃত্ব দেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, প্রাক্তন সাংসদ মহঃ সেলিম, সুজন চক্রবর্তী,শমিক লাহিড়ী, কান্তি গাঙ্গুলি ,রাহুল ঘোষ,হেমেন মজুমদার সহ আরো অনেকে। এদিন উওর দূর্গাপুর,মৌজপুর ও বুড়োরঘাট থেকে বিশাল মিছিল এসে টাউন হলে মিলিত ।জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার বাম কর্মী সমর্থক এই মিছিলে যোগ দেন। পতাকা উওোলনের মধ্যে দিয়ে এই সম্মেলনে সূচনা হয়।এদিন বিমান বসু বলেন,রাজ্যের সরকার ভয় পেয়ে গেছে বলে আমাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাছে। গনতন্ত্রকে হত্যা করা হচ্ছে, লুট করা হচ্ছে।
সুজন চক্রবর্তী এদিন কড়া ভাষায় রাজ্যে সরকারের কঠোর সমালোচনা করে বলেন,আনিসকে মেরে ফেলে মিথ্যা কেসে মিনাক্ষী সহ একাধিক কর্মীকে আটকে রেখেছে সরকার। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর বিপরীতে দাঁড়ানোটা কি অপরাধ।