সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: দক্ষিণ বারাসাত :: আবারো সাক্ষী থাকলো একটি ভাল কাজের নমুনা । আজ থেকে শুরু হল জীবনের প্রথম বড় মাধ্যমিক পরীক্ষা । গোচরণ টি এস সনাতন স্কুলের ছাত্র হরিদাস নাইয়া । তার পরীক্ষার সিট পড়ে জয়নগর এর দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাই স্কুলে । সে আজ পরীক্ষা দিতে আসে । কিন্তু তার এডমিট কার্ডটি ফেলে আসে । পরীক্ষা শুরুর ঠিক পনেরো মিনিট আগে সে জানতে পারে ।
তারপর সে পুরো ব্যাপারটা জয়নগর থানায় কর্মরত সাব ইন্সপেক্টর তুহিন ঘোষকে জানায় । সব শুনে তিনি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে বাইকে করে তার বাড়ি থেকে এডমিট কার্ড এনে পরীক্ষার হলে তাকে বসিয়ে দেয় । তুহিন বাবুর কথায় এরকম একটি কাজ করে আমার খুব ভালো লাগছে । ভবিষ্যতে এরকম আরো কাজ করতে পারলে নিজেকে গর্বিত মনে করবো ।