সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: আজ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। যে কয়েক হাজার ছাত্র-ছাত্রী বসতে চলেছে জীবনের প্রথম পরীক্ষা। দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন স্কুলগুলিতে সকাল থেকে ছাত্র-ছাত্রী অভিভাবক দের ভিড় জমিয়েছে। করোনা মহামারীর জেরে দুবছর মাধ্যমিক পরীক্ষা অনলাইনের মাধ্যমে হয়েছে। রাজ্যে নিয়ন্ত্রণে করোনা সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা।সুন্দরবনের প্রত্যন্ত স্কুল মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল। পরীক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মথুরাপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি বাপি হালদার সহ মথুরা থানার ওসি সলিল মণ্ডল উপস্থিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে ফুল, পেন, পানীয় জলের বোতল প্রদান করেন। জীবনের প্রথম পরীক্ষায় বসার আগে স্থানীয় পুলিশ প্রশাসন সহানুভূতিতে পরীক্ষার্থীরা।