সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলো দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুর পৌরসভার এলাকার ডাক্তারি পড়ুয়া বিলকিস পারভিন । ২০১৯ সালে ডাক্তারি পড়ার জন্য কিভ মেডিকেল ইউনিভার্সিটিতে পড়তে যায় । চতুর্থ বর্ষের পড়ুয়া বিলকিস ।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আটকে পড়েছে বহু ভারতীয় পড়ুয়া। ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে তৎপর ভারত সরকার।
ভারত সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের দেশের মাটিতে ফেরানোর জন্য শুরু হয় “মিশন গঙ্গা”। মিশন গঙ্গা মাধ্যমে বহু ভারতীয় ছাত্রছাত্রীকে দেশের মাটিতে ফেরানো হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে রয়েছে এখনো বেশ কিছু ভারতীয় ছাত্র-ছাত্রী। তাদেরকে দ্রুত দেশের মাটিতে ফেরানোর জন্য ব্যবস্থা করছে সরকার। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে সোমবার বেলায় জয়নগরের বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের মাঝে তাকে দেখতে পাওয়া গেল।
এখনো আতঙ্ক তার চোখে মুখে।সে চায় সরকার তার পাশে থেকে তার পড়াশোনাটা শেষ করতে সাহায্য করুক। পরিবারের সদস্য ও প্রতিবেশিরা জানান, যখন থেকে ইউক্রেনের রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়েছে তখন থেকেই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলাম। চিন্তায় দুচোখের পাতা এক করতে পারিনি । ঘরের মেয়ে ঘরে ফেরায় অবশেষে স্বস্তি পেলাম ।
এদিকে বিলকিস নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। সে জানায় কিভ মেডিকেল ইউনিভার্সিটিতে আমার চতুর্থ বর্ষ চলছে আর বাকি ছিল মাত্র দু’বছর। কিন্তু যেভাবে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে আমার মনে হয় না আর ইউক্রেনে পড়াশোনার মত পরিবেশ থাকবে। তবে আমার ভবিষ্যৎ নিয়ে আমি দুশ্চিন্তায় রয়েছি।
ভারত সরকার ও রাজ্য সরকারের নিকট আবেদন আমাদের মতন হাজার হাজার পড়ুয়াদের ভবিষ্যতের স্বপ্ন পূরণের ব্যবস্থা করে দিক। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে উদ্ধার হয়ে কিভাবে বাড়ি এসেছে সেই হাড়হিম করা গল্প । কিভাবে ইউক্রেনের সুন্দর শহর কিভ মুহূর্তের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত শহরে পরিণত হয়েছে তাও উঠে এলো তার মুখ থেকে।