পুলিশ ও ব্লক প্রশাসনের তৎপরতায় সিক বেডে পরীক্ষা দিল অসুস্থ ছাত্রী ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: সোমবার শুরু হয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ মেনেই রাজ্যের সমস্ত পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত ১৫ টি পরীক্ষাকেন্দ্রে ঠিক বেলা ১২ টায় শুরু হয় প্রথম দিনের বাংলা পরীক্ষা।

পরীক্ষা চলাকালীন বেলা ১ টা নাগাদ জয়নগর থানার অন্তর্গত সরবেড়িয়া শতদল বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ছাত্রী অসুস্থতার খবর পেয়েই জয়নগর ১ নম্বর বি ডি ও সত্যজিৎ বিশ্বাস ও জয়নগর থানার আইসি অতনু সাঁতরা পরীক্ষা কেন্দ্রে ছুটে আসেন। পৌঁছায় চিকিৎসকও। ওই ছাত্রীকে দেখার পর তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক।এরপর জয়নগর থানার আইসি অতনু সাঁতরা ওই অসুস্থ ছাত্রীকে নিয়ে পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানে জরুরী ভিত্তিতে চিকিৎসার মাধ্যমে অল্পক্ষণেই সুস্থ করা হয় রোহানা খাতুন কে। পদ্মের হাট গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ডাক্তার বিশ্বজিৎ বৈদ্য বলেন, ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল ,তার পরে তাকে চিকিৎসা করে জ্ঞান ফেরানো হয়েছে এখন অনেকটাই সুস্থ আছেন এবং পরীক্ষা ও দিচ্ছেন।

অসুস্থ পরীক্ষার্থীকে জরুরী ভিত্তিতে চিকিৎসা করে পরীক্ষায় বসার সুযোগ করে দেন হাসপাতালের চিকিৎসক। জানা যায় রোহানা খাতুন দক্ষিণ বারাসত শ্রী শ্রী সারদামণি বালিকা বিদ্যালয়ের ছাত্রী, বাড়ী নরুল্লাপুর গ্রামে।

জয়নগর ১ নম্বর বিডিও সত্যজিৎ বিশ্বাস বলেন , ঐ ছাত্রী অসুস্থ হওয়ার খবর পেয়ে তিনি জয়নগর থানার আই সি এবং এবং চিকিৎসকদের সাথে কথা বলে তার চিকিৎসার ব্যবস্থা করেন এবং তারপর সরবেড়িয়া শতদল বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে এক শিক্ষিকাকে হাসপাতালে এনে ওই অসুস্থ ছাত্রী রোহানা খাতুনকে শিক বেডে পরীক্ষার দেওয়ার ব্যবস্থা করেন।

এভাবে পুলিশ ও ব্লক প্রশাসনের তৎপরতায় বাড়ির মেয়েকে জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ায় খুশি অসুস্থ রোহানা খাতুন এর অভিভাবক শাহানারা বিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + nineteen =