নিজস্ব সংবাদদাতা :: সময় প্রবাহ :: কালিয়াচক :: আজ ভোর তিনটে নাগাদ কালিয়াচক চৌরঙ্গি সংলগ্ন ফলপট্টিতে আগুন লাগে। খবর পেয়ে ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে গেলেও আগুনের বীভৎসতায় হাতে হাত দিয়ে বসে থাকা ছাড়া তাঁদের কোনও উপায় ছিল না। শেষ পর্যন্ত স্থানীয়রা আগুন নেভাতে হাত লাগান। ঘণ্টাখানেক পর মালদা থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষতির পরিমাণ ৫০ লাখ থেকে এক কোটি টাকা।পুড়ে ছাই হয়ে যায় ২৫-২৬টি ফলের দোকান। কী করে এই আগুন লাগল তা এখনও নিশ্চিতভাবে জানতে পারা যায়নি। তবে স্থানীয়দের অনুমান, নেশাগ্রস্ত যুবকরা এই ঘটনা ঘটাতে পারে। এই ঘটনায় স্থানীয় মানুষজন ফের কালিয়াচকে দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন।