কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: রেল লাইন পারাপার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার রাত্রে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংলিশবাজার থানার হ্যান্টাকালি মোড় এলাকায়। জানা গেছে মৃত ওই যুবকের নাম বিষ্ণু দাস। বাড়ি ইংলিশবাজার থানার সিংপাড়া এলাকায়।জানা যায় এদিন রাতে রেললাইন পারাপার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই যুবকের এরপর খবর পেয়ে ঘটনাস্থল ইংরেজবাজার থানার পুলিশ এবং জি আর পি এফ এসে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।