দশ একর জমির উপর ১৩২.৫ কোটি টাকার টেলি একাডেমি সম্পূর্ণভাবে নির্মিত হল বারুইপুরে ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: দশ একর জমির উপর ১৩২.৫ কোটি টাকার টেলি একাডেমি সম্পূর্ণভাবে নির্মিত হল । কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বারুইপুরে টেলি একাডেমির ভার্চুয়াল মাধ্যমে শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

দশ একর জমির উপর এই টেলি অ্যাকাডেমি নির্মাণ করা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে ১৩২.৫ কোটি টাকা। রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কেএমডিএ কাজটি করেছে।

চারটি অত্যাধুনিক স্টুডিও ছাড়া অভিনয়, টিভি সাংবাদিকতা, ডিরেকশন অ্যান্ড প্রোডাকশন, কন্টেন্ট রাইটিং, আর্ট ডিরেকশন ইত্যাদির ২ বছর ৪ মাসের পিজি ডিপ্লোমা কোর্স পড়ানো হবে। শিক্ষার্থীদের থাকার জন্য হস্টেলও রেডি করা হচ্ছে। ৪২ জন করে এই কোর্সে ভর্তি হতে পারবেন। হাতে কলমে প্রশিক্ষণের কাজ শেখানো হবে অ্যাকাডেমিতে।

বারুইপুর টেলি আকাদেমির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় , জেলাশাসক পি উল্কা নাথ,বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, জেলা সভাপতি সামিমা সেখ, বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দার, ও চলচ্চিত্র জগতে অভিনেতা অভিনেত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =