উত্তরপ্রদেশের জৌনপুর থেকে বাইক চালিয়ে গঙ্গাসাগর এসে পৌঁছালেন রাধেশ্যাম পান্ডে (৬০)।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: ” সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার”। সেই পুণ্যলাভ ও ইতিহাসকে জানতে ১,১২৫ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে উত্তরপ্রদেশের জৌনপুর থেকে বাইক চালিয়ে গঙ্গাসাগর এসে পৌঁছান রাধেশ্যাম পান্ডে (৬০)। রাধেশ্যাম জানান, ভারতবর্ষের সকল তীর্থস্থান তিনি বাইকে করে ঘুরতে চান । সকল তীর্থস্থান ঘুরে শেষ জীবনে তিনি একটি বই লেখার ইচ্ছা রয়েছে তার।বই লেখার আগে ভারতের সকল তীর্থস্থান ঘুরে দেখতে চান রাধেশ্যাম। উত্তরপ্রদেশের জৌনপুর থেকে ২০ ফেব্রুয়ারি বাইকে চেপে রওনা দেন । উত্তর প্রদেশ, বিহার সহ পশ্চিমবঙ্গের একাধিক তীর্থস্থান ঘুরে এসে পৌঁছান পশ্চিমবঙ্গের মানচিত্র শেষতম স্থান গঙ্গাসাগর। গঙ্গাসাগরের কপিলমুনির দর্শনের পর তিনি রওনা দেবেন ভারতবর্ষের দক্ষিণের মানচিত্রের শেষতম স্থান রামেশ্বরমের দিকে।তিনি পেশায় লেখক হলেও স্মৃতিশক্তি প্রখর ভারতবর্ষের ইতিহাস ও পৌরাণিক রামায়ণ ও মহাভারতের বিভিন্ন স্থান গুলি কোথায় রয়েছে ।

তা সব কিছুই তার নখদর্পণে। শেষ জীবনে নিজের ভ্রমণ কাহিনী নিয়ে একটি বই রচনা করার জন্য গোটা ভারতবর্ষ ভ্রমণে বেরিয়েছে রাধেশ্যাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =