কর্মবিরতি চাঁচল মহকুমা আদালতের আইনজীবীদের

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: আদালতের পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিয়ে আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন মালদহের চাঁচল মহকুমা আদালতের আইনজীবীরা। শুক্রবার দুপুরে মালদার চাঁচোল মহকুমা আদালতের আইনজীবীরা জিআরও এবং এসিজেএম কোর্টের কর্ম বিরতি ডেকে অবস্থান বিক্ষোভে বসেন মহকুমা আদালতে সমগ্র আইনজীবীরা।

আইনজীবীদের কর্মবিরতির ফলে সমস্যায় পড়তে হয় আদালতে আসা মক্কেল থেকে শুরু করে সাধারন মানুষদের। চাঁচল মহকুমা আদালতের আইনজীবীদের অভিযোগ, চাঁচল থানার খরবা ফাঁড়ির একটি গণধর্ষণ মামলায় মিথ্যা স্বাক্ষী সাজিয়ে আদালতে হাজিরা করা হচ্ছে এবং তার জবানবন্দি নেওয়া হয়।

এই ঘটনার প্রতিবাদ করতে গেলে বিচারকের সামনে জিআরও অধিকারীক আইনজীবীদের তীব্র ভাষায় আক্রমণ করে। তাই এদিন কর্মবিরতি ডাক দিয়েছেন আইনজীবীরা। যতক্ষণ না ওই জিআরও আধিকারিক ভুল স্বীকার না করছেন ততদিন কর্মবিরতি চালিয়ে যাবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 14 =