তৃণমূলে কি যোগ দিচ্ছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ?

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপির সাংসদ ? অতি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করেন। সেই বৈঠকে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর তাঁর প্রশাসনিক বৈঠকে উপস্থিতি থাকার অনুরোধ করেন। মুখ্যমন্ত্রীর সেই অনুরোধ রক্ষাও করেন খগেন মুর্মু। সম্ভবতই তারপর থেকেই জেলা জুড়ে শুরু হয়েছে এই নিয়ে জল্পনা।জেলা রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় “উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু তৃণমূলে যোগদান দিতে চলেছেন” পোস্ট দেখা গেছে। যা নিয়ে শোরগোল পড়েছে জেলা-জুড়ে। পাশাপাশি তৃণমূলের একাংশের দাবি উত্তর মালদা বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন। যদিও সাংসদ এই সমস্ত জল্পনার কথা উড়িয়ে দিয়েছেন।

এমনিতেই বাংলার রাজনীতিতে দলবদল যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কলকাতার ফুটবল ময়দানে দল বদলের মত বাংলার রাজনীতিতে বর্তমানে দলবদল হচ্ছে। বিধানসভা ভোট পরবর্তী সময়ে বিজেপি থেকে একাধিক নেতা, বিধায়ক গেছেন শাসকদলে। তবে গেরুয়া শিবিরের কোন সাংসদ এখনও তৃণমূলে যান নি।

যদিও বিভিন্ন সময় জল্পনা অনেককে নিয়ে চলছে । তবে কি সাংসদদের মধ্যে প্রথম খগেন মুর্মু যোগ দিচ্ছেন শাসক দলে ? কিন্তু যাকে নিয়ে এত জল্পনা তিনি সমস্ত জল্পনাকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন।

অন্যদিকে তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তার দাবি, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু তৃণমূলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন। কারণ উনি বুঝতে পারছেন বিজেপির পায়ের তলার মাটি নেই। পৌরসভা নির্বাচনে বিজেপির আসন নির্দলের থেকেও নিচে নেমে গেছে।

তাই বিজেপির বহু নেতা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এমনকি তিনি দাবি করছেন হরিশ্চন্দ্রপুর এলাকাতে বিজেপি বলে কিছু থাকবে না। যা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − one =