কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: দিল্লির পর পাঞ্জাবে বিপুল ভোটে জয়লাভ আম আদমি পার্টির। আর এই জয়ে উৎসাহিত হয়ে মালদায় সংগঠন বিস্তারের কাজ আরম্ভ করলো আপ।মালদা শহর জুড়ে পোস্টার লাগানোর পাশাপাশি বুথ স্তরে সংগঠন তৈরির কাজ শুরু করেছে আপ। আগামী পঞ্চায়েত নির্বাচনে আম আদমি পার্টি মালদায় প্রার্থী দেবে বলে জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর ঘোষ।