নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বহরমপুর :: ৩০ তম বহরমপুর মেলা জমে উঠেছে সোমবার সন্ধ্যায়। দেশের বিভিন্ন রাজের পাশাপাশি পার্শ্ববর্তী বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে একাধিক ব্যবসায়ী তাদের পসরা নিয়ে এই মেলায় বসেছেন ক্রেতার আসায়। প্রায় ৪০ দিন ধরে এই মেলা চলবে বহরমপুর FUC ময়দানে। দূরদূরান্ত থেকে ক্রেতারা এই মেলা দেখতে ছুটে আসছে।মেলায় কচিকাঁচাদের আকৃষ্ট করবার জন্য নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকানের আয়োজনের পাশাপাশি মনোহারী এবং বাংলাদেশের শাড়ির দোকান সহ নানান রকম পসরা নিয়ে ব্যবসায়ীরা বসেছেন বহরমপুর মেলায়। বহরমপুর শহরের পাশাপাশি মুর্শিদাবাদ জেলা সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন সাধারণ মানুষ এই মেলায় ছুটে আসছে। এই মেলায় আশার আলো দেখছে বিক্রেতা থেকে শুরু করে উদ্যোক্তা সকলে।