সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::বারুইপুর :: সানডে কি মানডে। ভঞ্জবাবুর বাড়িতে প্রতিদিনই আন্ডে মানে ডিমের উপস্থিতি মাস্ট। গুপী-বাঘা থেকে ঘর সাজানোর পুতুল- ডিমের খোলা দিয়েই নানা কিছু বানিয়ে ফেলছেন ONGC-র প্রাক্তন ডিজিএম অলোককুমার ভঞ্জ।
ডিমের আমি, ডিমের তুমি, ডিম দিয়ে যায় চেনা। ডিমের অঙ্গে যে এত রূপ- অলোক ভঞ্জের বাড়িতে না গেলে হয়ত জানাই যেত না।
ডিমের খোলা দিয়ে শিল্প কর্ম। প্রতি পদে মেপে চলা। নিপুণ কাজে যত্নের সঙ্গেই প্রয়োজন মনোযোগের। অবসর নেওয়ার পর এখন ডিমের খোলা দিয়ে শিল্পসৃষ্টিতেই আনন্দ পান ONGC-র প্রাক্তন DGM অলোককুমার ভঞ্জ।
অলোকবাবুর হাতের ছোঁয়ায় রূপ পেয়েছে গুপী গাইন-বাঘা বাইনের মত নানা চরিত্র।সকুমার রায় খুব পছন্দের। ডিমের খোলায় রামগরুড়ের ছানা, কুমড়ো পটাশদের মত আবোল তাবোলের চরিত্রদের রূপ দিয়ে একটি ক্যালেন্ডারও তৈরি করেছেন অলোকবাবু। খোদ সন্দীপ রায় তার প্রশংসা করেছেন।
সেই প্রাচীনকাল থেকেই ডিম নবজীবনের প্রতীক। অবসরের পর সেই ডিমের খোলাতেই নতুন প্রাণের স্পন্দন অনুভব করছেন ONGC-র প্রাক্তন কর্তা।আপনার শিল্প কর্মকে কুর্নিশ জানাচ্ছে সংবাদ প্রবাহ সংবাদপত্র ।