নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বোলপুর :: বিশ্বভারতীর অচলাবস্থা এখনো অব্যাহত। হোস্টেল খোলা হলেও অফলাইনে পরীক্ষার ব্যবস্থার করা সহ বেশ কয়েকটি দাবি গুলি এখনো পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষ মেনে না নেওয়ায় পড়ুয়াদের জারি রয়েছে আন্দোলন। সোমবার ১৬ দিনে পা দিলো পড়ুয়াদের আন্দোলন । আন্দোলনের জেরে পরীক্ষা বয়কটও করেছে বিশ্বভারতীর পড়ুয়ারা।আর এই অবস্থার মধ্যেই এবার বিশ্বভারতী কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করলো। তাতেই উল্লেখ করা হয়েছে পরীক্ষা না দিলে পড়ুয়াদের অকৃতকার্য বলে ধরে নেওয়া হবে। সেই বিজ্ঞপ্তি ফিরিয়ে নেওয়ার দাবিতে ফের বিশ্বভারতীর কয়েকজন আধিকারিককে ঘেরাও করে এদিন বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন আন্দোলনকারী পড়ুয়ারা ।
তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পড়ুয়ারা।