নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কান্দি :: মুর্শিদাবাদ জেলার কান্দি থানার মোড় এলাকার একটি বেসরকারি নার্সিংহোমের উদ্যোগে মঙ্গলবার দিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এদিনের এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটানোর উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবছরও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে এই বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ বলে জানিয়েছেন নার্সিংহোম এর কর্ণধার ডাক্তার সুপ্রিয় সিনহা।