মদ খেয়ে মৃত্যু হল তিনজনের, গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি আরো তিনজন

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: মদ খেয়ে তিনজনের মৃত্যু ও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরো তিনজন। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা অন্তর্গত কৃষ্ণমোহন স্টেশন লাগোয়া উত্তর রানা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণমোহন স্টেশনের রেল গেটের কাছে রানা এলাকায় রথিন গায়েনের বাড়িতে গত রবিবার থেকে মনসা পূজা উপলক্ষে মনসামঙ্গল গানের অনুষ্ঠানে চলচ্ছিল।

মঙ্গলবার অনুষ্ঠানের শেষ দিন ছিল।এই অনুষ্ঠান উপলক্ষে ওই বাড়িতে আসা ছয় বন্ধু মিলে পাশে একটা মুরগীর পোল্ট্রিতে বসে মদ‍্যপান করছিল। মদ্যপানে আসরে প্রয়োজন হয় পানীয় জলের। নেশাগ্রস্ত একটি বন্ধু পানীয় জল আনতে যায়।আর সে জলের বতল ভেবে ফর্মানিল নিয়ে আসে এবং মদের গ্লাসে ঢেলে দেয়।

ফর্মানিল একটা কীটনাশক ওষুধ ।তারপর ওই গ্লাস নিয়ে সবাই খেয়ে নেয়। সঙ্গে সঙ্গে গলা জ্বালা আরম্ভ করে সবাই ওই জায়গাতেই তিনজনে ওখানেই শুয়ে পড়ে।

আরও তিনজনের প্রচন্ড পরিমাণে গলায় জ্বালা করতে শুরু করে। তখন খবর পেয়ে অন্যান্য মানুষ ছুটে আসে এবং তাদেরকে নিয়ে বারুইপুর মহাকুমা হাসপাতাল চলে আসে। ডাক্তার তিনজনকে মৃত বলে ঘোষণা করে বারুইপুর থানায় খবর গেলে বারইপুর থানা আধিকারিক দেব কুমার রায় বিশাল বাহিনী নিয়ে মহাকুমা হাসপাতালে ছুটে আসে ।

তিনজন আশঙ্কাজনক অবস্থায় থাকায় তাদেরকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তাদের নাম মুনিয়া যাদব, গিরিধারী যাদব, জাহিদ গাজী। পুলিশ সূত্রে খবর গিরিধারী যাদব যাদব বিহারের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 10 =