দক্ষিণ ২৪ পরগনার ৬ টি পৌরসভা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করল দক্ষিণ ২৪ পরগনা (সদর) জেলার তৃণমূল

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: দক্ষিণ ২৪ পরগনা ৬ টি পৌরসভা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করল দক্ষিণ ২৪ পরগনা (সদর) জেলার তৃণমূলের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী।

ডায়মন্ড হারবার পৌরসভাতে পুরাতন অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব সামলানো অভিজ্ঞ প্রণব দাসের উপর ভরসা রাখল দল। ডায়মন্ডহারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস ও ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস।

বজবজ পৌরসভার চেয়ারম্যান হবেন গৌতম দাসগুপ্ত, ভাইস চেয়ারম্যান মহাম্মদ মনসুর। বারুইপুর পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে শক্তি রায়চৌধুরী ও গৌতম দাসকে। সোনারপুর রাজপুর পৌরসভার ফের চেয়ারম্যানের দায়িত্বে পল্লব দাস ও ভাইস চেয়ারম্যান মোফজ্জল হোসেন।

কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জয়নগর মজিলপুর পৌরসভায় এই প্রথমবার দখল নিল তৃণমূল কংগ্রেস। এই পৌরসভার চেয়ারম্যান হিসাবে সুকুমার হালদার ও ভাইস চেয়ারম্যান হিসেবে রথীন মন্ডলকে দায়িত্ব দেয়া হয়েছে।

অন্যদিকে মহেশতলা পৌরসভার পুরনো প্রশাসকের দায়িত্ব থাকা দুলাল দাসকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসাবে আবু তালেব মোল্লাকে দায়িত্ব দিয়েছে দল।পুরভোটের আগেই তৃণমূল নেতৃত্ব ঘোষণা করেছিলেন, এ বার আর কোনও বিধায়ককে প্রার্থী করা হবে না। কিন্তু ১০৮টি পুরসভার প্রার্থীতালিকা প্রকাশের পর দেখা যায় মহেশতলার ১৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন স্থানীয় বিধায়ক দুলাল।

ঘটনাচক্রে তিনি ২০১০ সাল থেকে মহেশতলা পুরসভার চেয়ারম্যান। কোভিড সংক্রমণের কারণে পুরভোট আটকে গেলে, তাঁকেই মহেশতলা পুরসভার পুর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। এ বার তৃতীয়বারের জন্য ওই পুরসভার চেয়ারম্যান করা হল তাঁকে। ঘটনাচক্রে দুলালের মেয়ে রত্না চট্টোপাধ্যায় একদিকে যেমন বেহালা পূর্বের বিধায়ক, তেমনই আবার কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

ডায়মন্ড হারবার পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান প্রণব দাস জানান, দল আমার উপর ভরসা রেখেছে, করোনা কালে ডায়মন্ড হারবার পৌরসভার প্রশাসনিক দায়িত্ব পালন করেছি। ডায়মন্ড হারবার পৌরসভার ১৬ টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে আগামী দিনে ডায়মন্ড হারবার পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা আমরা খুব দ্রুতই গ্রহণ করব। মানুষের বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল থেকে শুরু করে জল নিকাশি ব্যবস্থা সমস্যার সমাধান করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =