সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: দুজনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আবার দুজনে প্রেমের সম্পর্কে রোমিও জুলিয়েট। কিন্তু গল্পটা একটু আলাদা। দক্ষিণ ২৪ পরগনার কুলপির মেয়ানাপুর গ্রামের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আমিরুল শেখ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
প্রেমের সম্পর্কে ব্যাঘাত এর কারনেই কি এমন ঘটনা ? দক্ষিণ ২৪ পরগনা কুলপি করঞ্জলি হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আমিরুল ও আদিনা। দুজনের মধ্যেই বেশ কিছু বছর ধরে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক আর সেই কথা ছাত্রীর পরিবার জানার পরেই ছাত্রীকে বিয়ে দিয়ে দেয় এক পাত্রর সাথে।
এরপর কিছুদিন সংসার করলেও সেখান থেকে পালিয়ে আসে ওই ছাত্রী আদিনা খাতুন এসে আবারও তার পুরনো প্রেমিক আমিরুল শেখ এর সাথে পালিয়ে যায় সে ।
ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কুলপি থানা গোটা বিষয়টি জানালে কুলপি থানার পুলিশ প্রশাসন ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসে এবং দুই পক্ষকে থানায় ডেকে মধ্যস্থতা করে দেন।
এই ঘটনার পরই ছাত্র আমিরুল সেখ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয় সূত্রে জানা যায় আমিরুল মামার বাড়িতেই থাকতো পড়াশোনার জন্য এমনকি সে বর্ধমানের একটি কারখানায় কাজও করছিল। এমন ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ওই ছাত্র আমিরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ডায়মন্ডহারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।