পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশার উপদ্রব মোকাবিলা করতে পৌরসভার পক্ষ বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হল

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় পৌরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। তারই মোকাবিলা করতে পুরাতন মালদা পৌরসভার পক্ষ বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হল।

বৃহস্পতি দুপুরে পৌরসভার সভাকক্ষে পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত একশ কুড়িজন সাফাই কর্মী সুপারভাইজার ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ।

এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর শুভ্র দাস এবং পুরাতন মালদা পৌরসভা স্বাস্থ্য নোডাল অফিসার সাধন দাস সহ অন্যান্য পৌর কর্মী। প্রশিক্ষণ শিবিরে সাফাই কর্মী ও সুপারভাইজারদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয় |

কিভাবে মশা নিধনে স্প্রে করা হবে এবং এলাকায় পরিত্যক্ত আবর্জনা ও নিকাশি নালা কিভাবে পরিষ্কার করতে হবে তা বিস্তারিত আলোচনা হয় এই প্রশিক্ষণ শিবিরে।

পুরসভার স্বাস্থ্য নোডাল অফিসার সাধন চন্দ্র দাস জানান যে মার্চ মাস থেকেই আমাদের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে স্প্রের কাজ শুরু হয়েছে এবং স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পৌর নাগরিকদের সচেতন করবে স্বাস্থ্য সচেতনতা এই বিষয়কে লক্ষ্য রেখেই আজকে এই প্রশিক্ষণ শিবির এর আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =