নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সমুদ্রগড়ের ডাঙ্গাপাড়া এলাকায় পারিবারিক জমি নিয়ে বিবাদের জেরে বড় দাদা ও তাঁর শাশুড়িকে ছুরি দিয়ে কোপাল ছোট ভাই।. ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য আহত কৌশিক শেখ ও তাঁর শাশুড়ি মাহমুদা বিবি কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
এ দিন বৃহস্পতিবার সকালে কৌশিক সেখের স্ত্রী তাঁর বাচ্চাকে নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়েছিলেন, এমন সময় কৌশিকের ভাই তাঁর বউদি ও ভাইপোকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে। স্বামীকে পুরো ঘটনা জানালে দাদা ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়।. এমন সময় কৌশিককে ছুরি দিয়ে কোপাতে থাকে তার ভাই, জামাইকে মারছে দেখে তিনি আটকাতে গেলে তিনিও ছুরির ঘায়ে জখম হন গুরুতর আহত অবস্থায় দুজনই কালনা মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন.।