নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত বগরপুর থেকে হরিবাটি জলসা শুনতে যাবার সময় ডাম্পার ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে বড়ঞা থানার রামরামপুর এলাকায় গুরুতর জখম চারজন। বড়ঞা থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় চার ব্যক্তিকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
আহতদের নাম জানা গিয়েছে গোপাল শেখ, মুন্না শেখ, সুমন শেখ ও নয়ন মল্লিক, কান্দি মহকুমা হাসপাতালে ৪ ব্যক্তিকে নিয়ে আসলে তাদের কান্দি মহকুমা হাসপাতালে অস্ত্রোপচারের পর দুই জনের অবস্থা আশংকাজনক হবার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে । ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় রামরামপুর এলাকায়।