ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: পুরান ঢাকার ইসকন মন্দিরে ‘হামলার’ নিন্দা জানিয়েছেন হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ইন্দ্রেশ কুমার। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা দিতে সরকার ‘পুরোপুরি ব্যর্থ’ হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বার্তা সংস্থা পিটিআই আজ এই খবর প্রকাশ করেছে।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ইন্দ্রেশ কুমার কংগ্রেসসহ ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি ‘ধর্ম–বর্ণের রাজনীতির’ ঊর্ধ্বে উঠে ঢাকার ওই ঘটনার নিন্দা প্রকাশের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা বন্ধে ঢাকার ওপর চাপ তৈরি করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ইন্দ্রেশ কুমার ভারতের ‘মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের’ প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক। ভারতের মুসলিম সম্প্রদায়ের প্রতিও ইসকন মন্দিরে ‘হামলার’ নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।
এ ঘটনাকে ‘সন্ত্রাসবাদের একটি ধরন’ আখ্যা দিয়ে ইন্দ্রেশ কুমার বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। এটা একটা ভয়াবহ পরিস্থিতি।’পুরান ঢাকার ওয়ারীতে অবস্থিত রাধাকান্ত জিউ ইসকন মন্দির। গত বৃহস্পতিবার সন্ধ্যায় একদল লোক সীমানাপ্রাচীর ভেঙে সেখানে হামলা চালায় বলে অভিযোগ মন্দির কর্তৃপক্ষের।