কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: আগামী ২৬শে মার্চ থেকে কৃষ্ণনগরে শুরু হতে চলেছে রাজ্যস্তরীয় মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার জেলার বিভিন্ন প্রান্তের মহিলা ক্রিকেটারদের চূড়ান্ত পর্যায়ের বাছাইপর্ব অনুষ্ঠিত হলো মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে। বাছাইপর্বে অংশগ্রহণ করেন রাজ্যের হয়ে খেলা এক ক্রিকেট খেলোয়াড় মহিলা চাচোলের রাসমণি দাস। আগামী ২৭ ও ২৮ শে মার্চ মালদা জেলার খেলা রয়েছে সেখানে। জেলার হয়ে ১৫ জন মহিলা ক্রিকেটার কে এদিন বাছাই করা হবে।সে মত মালদার বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট মহিলা খেলোয়ারদের নিয়ে জেলা ক্রীড়া সংস্থার মাঠে বাছাইপর্ব শুরু হয়। তাদের পারফরম্যান্স দেখে বাছাই করেন অভিজ্ঞ ক্রিকেটাররা। কৃষ্ণনগরে টুর্ণামেন্টে যে সমস্ত খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স দেখাতে পারবেন তাদের রাজ্যের হয়েও আগামী দিনে খেলতে যাবেন।