কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মালদার চাঁচলের শান্তিমোড়ে রবিবার রাতে একটি অনলাইন কুরিয়ার সার্ভিস কোম্পানির গোডাউনে ডাকাতি। চার জন দুষ্কৃতী দুটো মোটরবাইক করে সশস্ত্র অবস্থায় গোডাউনের ভিতর প্রবেশ করে।গোডাউনের দুই জন কর্মীকে আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে ১১লক্ষ টাকা লুটপাট চালিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যান চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয় গোটা চাঁচলে। জায়গায় জায়গায় শুরু হয় রাতেই নাকা চেকিং। সিসিটিভিতে ধরা পড়েছে গোটা ঘটনা। ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে তল্লাশি চালাচ্ছে পুলিস।