কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: অনেক টানাপোড়েনের পর অবশেষে তৃণমূল কংগ্রেসের দখলে কোতুয়ালি গ্রাম পঞ্চায়েত। প্রধান হলেন প্রসেনজিৎ দাস। জানা যায়, পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৫ টি। বিগত দিনে তৃণমূলের দখলে ছিল পাঁচটি আসন, বিজেপির ছটি এবং কংগ্রেসের দখলে ছিল চারটি আসন। কংগ্রেস এবং তৃণমূলের জোটে কংগ্রেসের তরুণ কুমার গোস্বামীকে প্রধান করা হয়েছিল।বেশ কয়েক মাস আগে বিজেপির দুইজন এবং কংগ্রেসের একজন তৃণমূলে যোগদান করায় তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। পরে তুমি আমার পক্ষ থেকে কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। এই অনাস্থা প্রস্তাব নিয়ে নানান তালবাহানা এমনকি আদালত পর্যন্ত গড়ায় বোর্ড গঠন নিয়ে।
পরে কংগ্রেস প্রধান তরুন কুমার গোস্বামী বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা। আদালত পর্যন্ত সে অভিযোগ পৌঁছায়। দীর্ঘ টালবাহানার পর অবশেষে ভোটাভুটির মধ্য দিয়ে সোমবার প্রধান গঠন করা হয়।
১৫ আসনের গ্রাম পঞ্চায়েত তৃণমূলের প্রধানের পক্ষে একজন ভোট দিলে প্রসেনজিৎ দাস প্রধান হিসেবে নির্বাচিত হন। প্রধান হওয়ায় তৃণমূল কর্মী সমর্থকরা ঢাক ঢোল বাজিয়ে আবীর খেলার মধ্য দিয়ে এলাকায় বিজয় মিছিল করে ।