নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: প্রাচীন মল্লগড় বিষ্ণুপুর পুরসভার বোর্ড গঠন করল তৃনমূল। পুরসভা নির্বাচনে বিষ্ণুপুর পুরসভায় ১৯ টি আসনের মধ্যে ১৩ টি আসন পেয়ে সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে তৃনমূল। অন্যদিকে বিজেপি পেয়েছে ২ টি কংগ্রেস ১ টি ও নির্দল পেয়েছে ৩ টি আসন।
মঙ্গলবার বিষ্ণুপুর মহকুমা শাসকের উপস্থিতিতে বিষ্ণুপুর পুরসভার শপথ নিলেন ১৯ জন কাউন্সিলর। একই সাথে চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন গৌতম গোস্বামী ও ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন মহাবীর আগরওয়াল।এদিন বিষ্ণুপুর পুরসভার মিটিং হলে আনুষ্ঠানিক ভাবে শপথ বাক্য পাঠ করালেন বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্ত।
বিষ্ণুপুরের উন্নয়ন মূল লক্ষ্য। দল যে দায়িত্ব দিয়েছে তা দায়িত্ব সহকারে পালন করব জানালেন বিষ্ণুপুর পুরসভার নব নির্বাচিত চেয়ারম্যান গৌতম গোস্বামী।