সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ঢোলাহাট :: রাজ্য পুলিশ হোমগার্ড নাবালিকা ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার । অভিযুক্ত মানিক জানা । ঢোলাহাট থানার থানা এলাকার ঘটনা । অভিযোগ হোমগার্ড স্ত্রী অন্তঃসত্তা । তাকে দেখার জন্য বাড়ির পাশে নাবালিকাকে ডাকে । সে আসতে রাজি না হওয়ায় জোর করে নিয়ে আসে ।পরে তার উপর যৌন্ নির্যাতন করে । ঘটনায় নাবালিকার পরিবার ঢোলা হাট থানায় অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কে গ্রেপ্তার করে। অভিযুক্তে বিরুদ্ধে পচ্সো আইনের মামলা রুজু হয় । অভিযুক্তের বাড়ি সাগরে । পকসো ধারায় মামলা দায়ের করে ঢোলাহাট থানার পুলিশ। আজ কাকদ্বীপ আদালত ওই অভিযুক্তকে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন