কুলতলিতে আবারও দক্ষিণ রায়ের আক্রমণে আহত হল এক কাঁকড়া শিকারি ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: আবারও দক্ষিণ রায়ের আক্রমণে আহত হল এক কাঁকড়া শিকারি । আহতের নাম আবু তালেব পেয়াদা । বাড়ী কুলতলির দেউলবাড়িতে ।শনিবার কুলতলী থেকে কাঁকড়া ধরার উদ্দেশ্যে চার জনের একটি দল পাড়ি দেয় সুন্দরবনের গভীর জঙ্গলের খাঁড়িতে । বুধবার দোবাঁকির জঙ্গল থেকে দুটি ভাগে ভাগ হয়ে তারা খাঁড়িতে কাঁকড়া ধরতে নামে ।আচমকা জঙ্গল থেকে একটি বাঘ সেই সময় তার উপর হামলা করে । কামড় বসিয়ে দেয় কাঁধে কামড় । মরণ যন্ত্রনা নিয়ে সাহায্যের জন্য চিৎকার শুরু করে । তার চিৎকারে ছুটে আসে সঙ্গীরা । চলে দীর্ঘক্ষন বাঘে মানুষে লড়াই । অবশেষে আহত মৎস্যজীবীকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় তার সঙ্গীরা।

গুরুতর জখম অবস্থায় আহত মৎস্যজীবীকে জামতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =