নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্ব মেদিনীপুর :: দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষের মৃত্যু বাইক আরোহী। বুধবার রাএী ১০ টা নাগাদ কাঁথি -৩ ব্লকের দুরমুঠের বেতালিয়া এলাকায় দিঘা – নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে নাগাদ হেনা পেট্রল পাম্পের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম দীপক কামিল্যা (৩১)। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কাঁথি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
পুলিশ ও স্থানীয় সূএে জানাগেছে, বুধবার রাতে বাইক চালক দুরমুঠের ওই পাম্প থেকে পেট্রল নিয়ে কাঁথির দিকে আসছিল। সেই সময় কাঁথির দিক থেকে আসা একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়ে বাইক চালক দীপক গুরুতর জখম হন। মাথায় তীব্র আঘাত এবং রক্তক্ষরণ হয় ফলে মৃত্যু হয় বাইক চালকের বলে চিকিৎসক প্রাথমিক অনুমান।
এদিকে দুর্ঘটনার জেরে রয়াল এনফিল্ড বাইকটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মারিশদা থানার পুলিশ এবং উওেজনা পরিস্থিতি সামাল দেয় । বৃহস্পতিবার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠাবে পুলিশ। দুর্ঘটনা গ্রস্ত বাইক ও ঘাতক লরিটিকে আটক করে থানায় নিয়ে যায়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লরির চালককে ধরতে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।