মালদহে ছিনতাইয়ে বাধা দেওয়ায় সিভিক ভলেন্টিয়ারকে কুপিয়ে খুনের চেষ্টা

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ছিনতাইয়ে বাধা দেওয়ায় সিভিক ভলেন্টিয়ারকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ছিনতাইকারীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মালদা জেলার কালিয়াচক থানার নওদা যদুপুর এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় আহত সিভিক ভলেন্টিয়ার মোঃ শহিদুর রহমান(৩০) চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

তার বাড়ি কালিয়াচক থানার কাশিমনগর মন্ডল পাড়া এলাকায়। পুলিশ সূত্রে আরো জানা যায় প্রত্যেক দিনের মতো গতকাল রাতেও নওদা যদুপুর এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিউটি করছিলেন। গভীর রাতে ৭ থেকে ৮ জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে ব্যাংকে ছিনতাইয়ের চেষ্টা করে।

সেই সময় কর্মরত ওই ভলেন্টিয়ার বাধা দিতে গেলে তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এরপর তাকে বেধড়ক মারধর করে।তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে ভোর রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই সিভিক ভলেন্টিয়ার। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − nine =